ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, সেপ্টেম্বর ৯, ২০২৫
ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরে ভবন থেকে পড়ে মুহাম্মদ রুহান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বাকলিয়া এলাকায় একটি ছয়তলা ভবনে গ্লাস ফিটিংসের কাজ করার সময় রুহান দুর্ঘটনাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। তবে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মামা জানান, রুহান দীর্ঘদিন ধরে গ্লাস ফিটিংসের কাজ করছিল। প্রতিদিনের মতো ওই দিনও কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই পা ফসকে নিচে পড়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।