ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, সেপ্টেম্বর ৯, ২০২৫
আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুট চট্টগ্রামের মানচিত্র

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক রফিক আহমদের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বাধা দিতে গেলে মো. শাহ আলম নামে এক কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করেছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, সকালে রফিক আহমদ নগদ ২০ লাখ টাকা নিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। গেইট খোলার সময় তিন-চারজন দুর্বৃত্ত টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় কর্মচারী বাধা দিলে তাঁকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।

তিনি বলেন, পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা চালায়। তবে কেউ হতাহত হননি। স্থানীয়দের সহযোগিতায় একজনকে ঘটনাস্থলেই ধরা হয়। পরে আরও একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।