চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত, আহতদের উন্নত চিকিৎসা, শতভাগ আবাসন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করে প্রশাসনিক ভবন, শহীদ মিনার হয়ে কাটা পাহাড় রোড ঘুরে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
শাখা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাখা সভাপতি মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা ও শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ।
সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করতে আসিনি। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিছুদিন পরপর সংঘর্ষের মুখোমুখি হতে হয়। যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তাহলে আপনাদের শান্তিমতো পদত্যাগও করতে দেব না। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হবে।
শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, “গত ৩০ ও ৩১ আগস্টের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কারা উস্কানিদাতা, কারা প্রশ্রয়দাতা— তা বিচার বিভাগীয় তদন্তে উন্মোচন করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আহতদের চিকিৎসা, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, আমাদের দাবিগুলো সকল শিক্ষার্থীর দাবি। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে ভিসি, প্রোভিসি, প্রক্টরসহ নিরাপত্তা দপ্তরের দায়িত্বশীলদের দ্রুত পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।
এমএ/পিডি/টিসি