ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, সেপ্টেম্বর ৯, ২০২৫
মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: মীরসরাইয়ে ফারজানা আক্তার কলি (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর গ্রামের নুর আহম্মদ সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়। এদিকে কলির পরিবার এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করছে।
 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে বিয়ে হলেও সন্তান না হওয়ায় দীর্ঘদিন ধরে স্বামীর পরিবারের নির্যাতনের শিকার হচ্ছিলেন কলি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ওমান থেকে দেশে ফেরেন প্রবাসী স্বামী ওমর ফারুক। সোমবার রাত ৯টায় কলির শাশুড়ি তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

নিহতের মা আমেনা বেগম বলেন, আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তার শাশুড়ি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জোরারগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) হান্নান আল মামুন জানান, মরদেহের সুরতহালে গলার পেছনে দাগ দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত স্বশুরবাড়ির কিছু সদস্য পলাতক রয়েছে। শ্বশুরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।