চট্টগ্রাম: হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে চট্টগ্রাম গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া আটটার দিকে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো.রাসেল।
এর আগে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন ছুটিতে পাঠানো হয়।
এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে জড়ায় উভয় পক্ষ। এতে উভয়পক্ষের ২ শত আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অভিযান চালিয়ে আরিয়ান ইব্রাহিম নামের একজনকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।
এমআই/পিডি/টিসি