ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অধিক মূল্যে পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, মার্চ ১৪, ২০২৪
অধিক মূল্যে পণ্য বিক্রি, গুনতে হলো জরিমানা  ...

চট্টগ্রাম: পণ্যের যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে সকাল থেকে দুপুর পর্যন্ত রাউজান উপজেলার নোয়াজিসপুর নতুনহাট বাজার ও গহিরা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, রমজান মাসে ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক নিয়মিত ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখার প্রয়াসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

রাউজান উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান ও রাউজান থানা পুলিশের টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।