ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, মার্চ ৮, ২০২৪
ফটিকছড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় কোরবান আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে পাইন্দং ইউনিয়নের চামারদিঘি এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কোরবান আলী উপজেলার বৃন্দাবনহাট বাজার এলাকার আব্দুল মালেক সওদাগর বাড়ি বাসিন্দা।

জানা গেছে, মুরগী ভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় কোরবান আলী আহত হন।

স্থানীয়রা তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. তাজুল ইসলাম বলেন, পিকআপ ভ্যানের ধাক্কায় আহত কোরবান আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।