ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৩০০ পরিবারে মেয়রের ইফতারসামগ্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, মার্চ ৭, ২০২৪
৩০০ পরিবারে মেয়রের ইফতারসামগ্রী

চট্টগ্রাম: চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপহার দেওয়া ইফতারসামগ্রী পেয়েছে ৩০০ অসহায় পরিবার।

বৃহস্পতিবার (৭ মার্চ) আমিন জুট মিল ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে ইফতার বিতরণ করেন মেয়র।

 

তিনি বলেন, অর্থাভাবে যাতে কারো রোজা পালন ব্যাহত না হয় তার জন্য আমাদের এ প্রয়াস। সাধারণ মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর সর্বশ্রেষ্ঠ সময় এ সিয়াম সাধনার মাস রমজান।

 আশা করি অন্যরাও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।  

আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগ ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড নেতা নুরুল আলমের সভাপতিত্বে এবং মোস্তাফিজুর রহমান কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, মাহবুবুল আলম, এসএম খালেদ বাবলু, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।