ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, মার্চ ৭, ২০২৪
ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রাম: বাঁশখালীতে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় আরকানুল ইসলাম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার(৭ মার্চ) দুপুরে বাঁশখালীর গন্ডামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরকান স্থানীয় জাগির আহমদের ছেলে।

সে গন্ডামারা ইউনিয়নের আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।

সিএনজিচালক রিদুয়ান আহমদসহ আহতরা হলো- শিক্ষার্থী উম্মে হাবিবা সায়মা, হাবিবা বিনতে নুরি, মিফতাহুল জান্নাত জেনি। এরা সবাই আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমেদ বাংলানিউজকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।