ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-১২: নৌকায় ভোট দিলেন মোতাহেরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জানুয়ারি ৭, ২০২৪
চট্টগ্রাম-১২: নৌকায় ভোট দিলেন মোতাহেরুল ইসলাম ...

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে মোতাহেরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

ভোট নিয়ে যদি কেউ অপপ্রচার চালিয়ে থাকে, তা তাদের ব্যক্তিগত বিষয়। এটা দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন রয়েছে।

মোতাহেরুল ইসলাম চৌধুরীর বাড়ির কেন্দ্র পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ৫ হাজার ৬৬১ জন। ১২টি বুথে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ১ হাজার ২৬৭ জন।  

এদিকে উত্তর হরিণখাইন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনএফ প্রার্থী এম ইয়াকুব আলী। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভোট দেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।