ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শাহাদাতে কারবালা মাহফিলে অতিথি গিয়াস উদ্দিন তাহেরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, জুলাই ২২, ২০২৩
চট্টগ্রামে শাহাদাতে কারবালা মাহফিলে অতিথি গিয়াস উদ্দিন তাহেরী

চট্টগ্রাম: নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে আহলে বায়তে রাসুলের স্মরণে ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল। এতে আগামীকাল (রোববার) বক্তব্য রাখবেন দেশের খ্যাতনামা আলেমেদ্বীন ইসলামী বক্তা মুফতি আল্লামা গিয়াস উদ্দিন তাহেরী।

দশদিন ব্যাপী এ আয়োজনের ৩৮তম মাহফিলে প্রতিদিন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখবৃন্দ আহলে বায়তে রসুলের মর্যাদা নিয়ে আলোচনা করছেন।  

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমান আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমান নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার বিনিত আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।