ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জুলাই অভ্যুত্থানে অবাঞ্ছিত চবির সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, আগস্ট ৩, ২০২৫
জুলাই অভ্যুত্থানে অবাঞ্ছিত চবির সেই শিক্ষক সাময়িক বরখাস্ত সাইদুল ইসলাম সরকার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: যৌন হয়রানি, সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা, উপ-উপাচার্যকে নিয়ে কটূক্তিসহ নানান বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত চবির ৫৬২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া অভিযোগ তদন্তে নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, সাইদুল ইসলাম সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের যৌন হয়রানি, বিভাগের আসবাবপত্র জোরপূর্বক দখল, অফিসরুম দলীয়করণ, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশে স্কলারশিপের আবেদন করা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই শিক্ষকের এসব কর্মকাণ্ড নিয়ে এর আগে একটি তদন্ত কমিটি কাজ করেছিল। সর্বশেষ সিন্ডিকেট সভায় বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য নতুন একটি কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপ-কমিটির সদস্য সাইদুল ইসলাম সরকার কোটা বিরোধী আন্দোলনে তীব্র বিরোধিতা করায় নিজ বিভাগের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া নানান বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় আলোচনায় আসেন এই শিক্ষক।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিন্ডিকেট সভায় সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। তবে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।