চট্টগ্রাম: বাঁশখালীতে গাড়ির ধাক্কায় শিপ্রা দাস (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোর ৬টার দিকে বাঁশখালী ডায়াবেটিক হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিপ্রা দাস বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ৮ নম্বর ওয়ার্ড মহাজন পাড়া এলাকার মৃত আশীষ দাসের স্ত্রী।
জানা যায়, ভোরে রাস্তার একপাশে হেঁটে যাওয়ার সময় পিএবি সড়কে দ্রুতগতির গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে চলে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঁশখালী থানার এসআই বিভাষ কুমার সাহা জানান, অজ্ঞাত গাড়ি ওই পথচারী বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় গাড়িটি শনাক্ত করা যায়নি।
এসি/টিসি