ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সালিশ বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, আগস্ট ৩, ২০২৫
সালিশ বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ...

চট্টগ্রাম: হাটহাজারীতে সালিশ বৈঠকে ফখরুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শনিবার (২ আগস্ট) দুপুরে) লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা যায়, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের মেয়েকে ওই এলাকার রিফাত ও তার সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়।

সেখানে রিফাত জোরপূর্বক তাকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেয়। এদিকে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার দিন রাতেই হাটহাজারী মডেল থানায় জিডি করেন ফখরুল। হাটহাজারী মডেল থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।  

গত শুক্রবার রাতে সন্দীপ কলোনির আমতলী এলাকায় সালিশ বৈঠকে বসে। সেখানে ছেলে পক্ষ ও মেয়ে পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ফখরুল ইসলামের ওপর হামলা চালানো হঢ। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাউসার মুহাম্মদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম (৪২) ও মো. মুসলিম (৪৫) নামের দুইজনকে আটক করা হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।