ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করইয়ানগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে মাহফুজ-এনাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, আগস্ট ৩, ২০২৫
করইয়ানগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃত্বে মাহফুজ-এনাম ...

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার করইয়ানগর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিদ্যালয়ের ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ মাহফুজুর রহমানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ১৯৯২ ব্যাচের এনামুল হককে।

 

শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে নগরের একটি রেস্টুরেন্টে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা দেন পরিষদের প্রধান উপদেষ্টা ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সাবেক উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, এই পরিষদ সাবেক শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরির মাধ্যম। আমরা যারা জীবনের নানা পর্ব পার করে এসেছি, তাদের জন্য এটি আবার নিজের শিকড়ে ফেরার সুযোগ। আমরা হয়তো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। কিন্তু পরিষদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আমাদের পরিচয়ের অন্যতম ভিত্তি।  

সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এই পরিষদকে আমরা প্রাক্তন শিক্ষার্থীদের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি যথাসম্ভব বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখা। পরিষদের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আমরা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক স্মৃতি বৃত্তি চালু করব। আমরা ২০২৬ সালে ৬০ বছর পূর্তি অনুষ্ঠান করতে চাই। বিদ্যালয়ে নিয়মিত বিরতিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে এই পরিষদ কাজ করবে। আমরা এমন কিছু করে যেতে চাই, যাতে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা পরিষদকে নিয়ে গর্ব করতে পারেন।

পরিষদের সাবেক সভাপতি ও নতুন প্রধান পৃষ্ঠপোষক ডা. মোহাম্মদুল হক মেজবাহ’র সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মনির আহমদ, প্রধান শিক্ষক ফরিদুল আলম, সাবেক শিক্ষক মৌলানা নুরুল আলম, পরিষদের নতুন সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক শিক্ষার্থী নেওয়াজ হোসেন নিষাদ, ড. খোরশেদ আলম, মোহাম্মদ হোছাইন, অরুন কান্তি মজুমদার, রিবেন ধর, অ্যাডভোকেট এস এম দিদার উদ্দিন ও নুজাহাত সুলতানা।

অনুষ্ঠানে করইয়ানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাদল কান্তি দাশ, মাহবুবুল হক ও রঞ্জন কুমার ধরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এমআই/বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।