চট্টগ্রাম: পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হাবিব উল্লাহ রাব্বিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কোদালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিব উল্লাহ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকার আব্দুল ওয়াহেদ প্রকাশ আব্দুল হাকিমের ছেলে।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বাংলানিউজকে বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে কোদালা এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।
এমআই/পিডি/টিসি