ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, আগস্ট ৩, ২০২৫
রাঙ্গুনিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হাবিব উল্লাহ রাব্বিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে  উপজেলার কোদালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হাবিব উল্লাহ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা ইউনিয়নের ধোপাঘাট এলাকার আব্দুল ওয়াহেদ প্রকাশ আব্দুল হাকিমের ছেলে।

চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বাংলানিউজকে বলেন, রোববার রাত সাড়ে আটটার দিকে কোদালা এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।

সে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সাজা পরোয়ানা মূলে আদালতে পাঠানো হবে।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।