ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘শহীদদের রক্তের ঋণ শোধ করতে বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, আগস্ট ৩, ২০২৫
‘শহীদদের রক্তের ঋণ শোধ করতে বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে হবে’ ...

চট্টগ্রাম: শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, নিপীড়ন বন্ধ করতে হবে। সর্বোপরি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি বৈষম্যমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে হবে।

রোববার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শ্রমিকজনতার জুলাই মিছিলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ষোলো বছরের আওয়ামী জুলুম-নির্যাতনে অসংখ্য মানুষ শহীদ হয়েছে।

হাজার হাজার নাগরিক আহত ও নির্যাতিত হয়েছে। সেইসব জুলুম-নিপীড়নের গণবিস্ফোরণ ছিল চব্বিশের জুলাই। প্রায় দেড় হাজার ছাত্র, শ্রমিক, শিশু ও নাগরিকের জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত দেশ পেয়েছি। এই রক্তলাল জুলাইয়ে জীবন দিয়েছে আমাদের ভাই দোকানশ্রমিক উমর ফারুক। রক্ত দিয়েছে টগবগে তরুণ ছাত্র আবু সাঈদ, মীর মাহাফুজুর রহমান মুগ্ধ, ফয়সাল আহমদ শান্ত ও ওয়াসিম আকরাম। এই রক্ত ও জীবনের বিনিময়ে আমরা আজ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পলায়নের এক বছর পূর্ণ হলেও অনেক ক্ষেত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আওয়ামী খুনিদের বিচার হয়নি। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন যথাযথভাবে হয়নি। শ্রমিকজনতার প্রতি বৈষম্য দূর হয়নি।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার সেক্রেটারি মোশতাক আহমদ ও শ্রমিক কল্যাণ মহানগরীর সাংগঠিক সম্পাদক হামিদুল ইসলাম।  

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।