ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারতের স্বস্তি কেড়ে নিলেন ল্যাথাম-ইয়ং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, নভেম্বর ২৬, ২০২১
ভারতের স্বস্তি কেড়ে নিলেন ল্যাথাম-ইয়ং

কানপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকে তোপ দাগছিলেন কিউই পেসাররা। কিন্তু টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে ভালো সংগ্রহ এনে দেন শ্রেয়াস আইয়ার।

কিন্তু দিন শেষে স্বাগতিকদের স্বস্তি কেড়ে নিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং।

শ্রেয়াসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ভারত ৩৪৫ রান করে। শ্রেয়াস শেষ পর্যন্ত ১০৫ রান করে বিদায় নেন। এরপর মন্থর পিচে ঘূর্ণি জাদুতে সফরকারীদের আটকে দিতে চেয়েছিলেন অশ্বিন-জাদেজারা। কিন্তু কিউই ওপেনাররা ঘূর্ণিঝড়েও অটল থেকে প্রথম দিন কোনো উইকেটের পতন ঘটতে দিলেন না। ১২৯ রানের স্বস্তির সংগ্রহ নিয়ে দিন শেষ করল কিউইরা।

দ্বিতীয় দিনে প্রায় দুই সেশন পার করে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। দুজনেই পেয়েছেন ফিফটির দেখাও। দুজনে মিলে ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের মোট ৪১ ওভার খেলে ফেলেছেন। রক্ষণাত্মক ভঙ্গিমায় তিন স্পিনারকে সামলে নিয়েছেন ল্যাথামরা। দিন শেষে ৭৫ রানে ইয়ং এবং ৫০ রানে অপরাজিত আছেন ইয়ং।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত (প্রথম ইনিংস)- ৩৪৫/১০ (শ্রেয়াস ১০৫, শুভমান ৫২, জাদেজা ৫০; টিম সাউদি ৬৯/৫, জেমিয়েসন ৯১/৩, আজাজ প্যাটেল ৯০/২)

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ১২৯/০ (ল্যাথাম ৫০*, ইয়ং ৭৫*)

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।