ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দেশের নামের সঠিক বানানই জানে না বিসিবি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, নভেম্বর ২৬, ২০২১
দেশের নামের সঠিক বানানই জানে না বিসিবি!

চট্টগ্রাম: টিকিটের ভুলের পর এবার খেলোয়াড়দের তালিকায় বাংলাদেশের নাম লেখা হয়েছে ভুল বানানে। এতে আবারও সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড  (বিসিবি)।

বার বার এমন ভুলে বিসিবির উদাসীনতা স্পষ্ট চোখে পড়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট শুরু আগে একাদশে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়। এতে  লেখা হয় Alesha Holdings ‘Bamgladesh’ Vs Pakistan Test Series।

এর আগে চট্টগ্রাম টেস্টের টিকিটে খেলা শুরু সময় উল্লেখ করা হয়েছে রাত ১০টায়। অথচ খেলা শুরু হবে সকাল ১০টায়। এমন ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের মুখে পড়ে বিসিবি।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমআর/টিসি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।