ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাদা পোশাকে অভিষেক ইয়াসির আলীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, নভেম্বর ২৬, ২০২১
সাদা পোশাকে অভিষেক ইয়াসির আলীর

চট্টগ্রাম: সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরীর। এর আগে একাধিকবার স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি এই ক্রিকেটারের।

বাংলাদেশের একাদশে অন্যান্য ক্রিকেটাররা হলেন,সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল।

চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এছাড়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ফলে, পঞ্চপান্ডবের মধ্যে কেবল একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমআর/টিসি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।