ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ক্যারিয়ারে তামিমের নবম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
টেস্ট ক্যারিয়ারে তামিমের নবম সেঞ্চুরি তামিম ইকবাল

দুর্দান্ত ব্যাট করে নিজের টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড়ো ব্যাট চালিয়ে বরাবর ১০০ বলে তিন অংকের ম্যাজিক ফিগারে চলে যান এই ড্যাশিং ওপেনার।

ওয়ানডে সিরিজটা মোটেও ভালো যায়নি। কিন্তু হ্যামিল্টন টেস্টের প্রথম দিনেই পাওয়া গেলো দুর্দান্ত তামিমকে।

টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে শুরু করলেন। আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গে নেমে  ১২৮ বলে ১২৬ রানের ইনিংস খেলেন তামিম।

টেস্টের এই সেঞ্চুরিটি করলেন অনেকটা ওয়ানডের মতো করেই।   ছিলো ২১টি চার এবং ১ ছক্কা।

তবে তামিমের এই দুর্দান্ত সেঞ্চুরির পরও মাত্র ২৩৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।