ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, জুলাই ১২, ২০১৮
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী দল। সালমাদের ছুঁড়ে দেয়া ১২৬ রানের টার্গেটে ৭৬ রান করতে পারে স্কটিশ নারীরা।

আমসটেলভিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ২টি চারের সাহায্যে ৩১ করে অপরাজিত থাকেন নিগার সুলতানা।

এছাড়া দুই ওপেনার শামীমা সুলতানা ২২ ও আয়শা রহমান ২০ রান করেন।

জবাবে ব্যাট করতে নামা স্কটল্যান্ড বাংলাদেশের মেয়েদের বোলিংয়ে সামনে খুব বেশি এগোতে পারেনি। ওপেনার সারাহ ব্রেস ৩১ ও অধিনায়ক ক্যাথরিন ব্রেস ২১ করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট পান।

এ জয়ের ফলে চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। টাইগ্রেসরা সর্বশেষ ভারতের অনুষ্ঠিত ২০১৬ সালের বিশ্বকাপেও খেলেছিল।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।