ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ক্রিকেট

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস/

ডি ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, আগস্ট ৩, ২০২৫
ডি ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দ. আফ্রিকা সংগৃহীত ছবি

ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০২১ সালে। তবে ২০২৫ সালে 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস' টুর্নামেন্টে ফের একবার আলো ছড়ালেন এবি ডি ভিলিয়ার্স।

ফাইনালে অপরাজিত সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসকে এনে দিলেন শিরোপা, পাকিস্তানকে হারিয়ে।

এজবাস্টনে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে অপরাজিত ১২০ রানে ম্যাচ শেষ করেন তিনি। ইনিংসে ছিল ১২টি চার আর ৭টি বিশাল ছক্কা। ইনিংসের শেষ দিকে হালকা চোট পেয়েও খেলে যান এক পায়ে ভর করে, জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

তার সঙ্গে দারুণ ছন্দে ছিলেন জেপি ডুমিনি। তিন নম্বরে নেমে ২৮ বলে ৫০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন একটি ছক্কা মেরে।

ফলাফল—দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে জয়ের উৎসব, আর এবি ডি ভিলিয়ার্সের জন্য ফের মাঠে ফেরার দাবি উঠছে দর্শকদের কণ্ঠে।

ফাইনালের আগে তার পারফরম্যান্সও ছিল দুর্দান্ত:

ভারতের বিপক্ষে ৬১*
ইংল্যান্ডের বিপক্ষে ১১৬*
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৩
ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১২০*

৬ ম্যাচে ৪২৯ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং স্বাভাবিকভাবেই হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

ফিল্ডিংয়েও অবদান রেখেছেন ডি ভিলিয়ার্স—অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের শেষ বলে রান আউট করে দলকে ফাইনালে তোলার পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ব্যাটিংয়ে পাকিস্তানের হয়ে শারজিল খানের ৪৪ বলে ৭৬ রান একাই দলকে টেনে নেন, তবে বোলিংয়ে কোনো জবাব ছিল না প্রোটিয়াদের বিশেষ করে ডি ভিলিয়ার্সের এই আক্রমণের।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।