ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ক্রিকেট

জাতীয় লিগে বরিশালের হাল ধরবেন মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, আগস্ট ৩, ২০২৫
জাতীয় লিগে বরিশালের হাল ধরবেন মোহাম্মদ আশরাফুল

ব্যাট হাতে দেশের অনেক স্মরণীয় জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল। ২০২৩ সালে ব্যাট-প্যাড তুলে রেখে ক্রিকেটার জীবনের ইতি টানেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

এরপর নিজেকে প্রস্তুত করেন নতুন ভূমিকায়—কোচিংয়ে। তবে এতদিন তিনি কখনোই কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পাননি।

অবশেষে সেই অধ্যায় শুরু হলো। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সামনে রেখে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আজ (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আশরাফুলের কোচ হওয়ার প্রসঙ্গে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, 'আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল। সে নিজেই কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছে। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, আমরা তাকে সেখানেই কোচ হিসেবে নিয়েছি। '

আকরাম খান আরও জানান, দেশের অন্য সাবেক ক্রিকেটারদেরও বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, 'সেলিম, রোকন, আফতাব—ওদের সঙ্গেও কথা বলব। তারা আগ্রহী হলে ছোট টুর্নামেন্ট বা জাতীয় লিগে যুক্ত করব। এতে তরুণ ক্রিকেটাররাও উপকৃত হবে। '

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে আট বিভাগকে নিয়ে জাতীয় ক্রিকেট লিগ। টুর্নামেন্ট শুরুর আগেই বরিশালের আগের প্রধান কোচ মোহাম্মদ আশিকুর রহমান মজুমদার ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তার জায়গাতেই এলেন আশরাফুল।

৪১ বছর বয়সী আশরাফুল কোচিং ক্যারিয়ার শুরু করেন বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে। ২০২৪ সালে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটির সহকারী কোচ ছিলেন তিনি। এবারও রাইডার্সের সাথেই ছিলেন একই ভূমিকায়। এবার সুযোগ পেলেন হেড কোচ হিসেবে নিজেকে প্রমাণ করার।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।