পঞ্চম টেস্টে ভারতের নাটকীয় ৬ রানের জয়ের পর দলের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক শুভমান গিল।
বিশেষ করে সিরাজকে নিয়ে গিল বলেন, ‘সে প্রত্যেকটি বল, প্রত্যেক স্পেলে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে।
অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফির পাঁচ ম্যাচের সিরিজ শেষে সিরাজই হলেন সর্বোচ্চ উইকেট শিকারি— ২৩ উইকেট, যিনি আবার সবচেয়ে বেশি ১৮৫.৩ ওভার বল করেছেন সিরিজে কোনো পেসারদের মধ্যে।
গিল বলেন, ‘সিরিজে দুই দলই অসাধারণ খেলেছে। শেষ দিন পর্যন্ত কেউ জানত না ফলাফল কী হবে—এটাই প্রমাণ করে দুই দলই তাদের সেরাটা দিয়েছে। সিরাজ ও প্রসিদ্ধের মতো বোলার থাকলে অধিনায়কত্ব সহজ হয়ে যায়। আমরা জানতাম, ইংল্যান্ড চাপে আছে এবং আমরা শুধু সেই চাপটা ধরে রাখতে চেয়েছিলাম। ’
সিরিজের পারফরম্যান্স নিয়েও আত্মতৃপ্ত গিল জানান, ব্যাট হাতে নিজের লক্ষ্য পূরণ করতে পেরে খুশি তিনি। টেস্ট সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান গিলেরই।
এদিকে ম্যাচ শেষে মোহাম্মদ সিরাজ বলেন, “সকালবেলা ঘুম থেকে উঠে ফোনে গুগল খুলে ‘বিলিভ’ ইমোজি ওয়ালপেপার সেট করি। তখনই নিজেকে বলেছিলাম—আমি এটা দেশের জন্য করে দেখাবো। ”
এমন সংকল্প নিয়েই মাঠে নামা সিরাজ শেষ দিনে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট, পুরো সিরিজে শিকার ২৩টি।
এমএইচএম