ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

এবার ইনজুরিতে শফিউল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৫, জুলাই ১২, ২০১৮
এবার ইনজুরিতে শফিউল শফিউল ইসলাম-ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি যেন কিছুতেই টাইগারদের পিছু ছাড়তে চাইছে না! একজন সেরে উঠছেন তো আরেকজন পড়ছেন। ইনজুরির কবলে পড়া ক্রিকেটারদের তালিকায় এবার যুক্ত হলো পেসার শফিউলের নাম।

প্রায় দেড়মাস পর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের ব্যথা সারিয়ে 'এ' দলের ম্যাচ দিয়ে পেসার মোস্তাফিজুর রহমান মাঠে ফিরতে না ফিরতেই ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় টেস্ট ম্যাচকে সামনে রেখে দলের সাথে অনুশীলনের সময় গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে গেলেন আরেক পেসার শফিউল ইসলাম।

বৃহস্পতিবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শফিউলের ইনজুরিতে পড়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রি‌কে‌ট বোর্ড।

বিসিবির দেয়া তথ্যমতে, গেল মঙ্গলবার দলীয় অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান শফিউল। ফলে তাকে ৩-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বৃহস্পতিবার রাতে জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠেয় দ্বিতীয় ও শেষ টেস্টে তিনি খেলতে পারছেন না।

অবশ্য মূল একাদশে না থাকায় অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ডাগ আউটে ছিলেন শফিউল। দ্বিতীয় টেস্ট শেষে তিনি দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।