ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওপেনিংয়ে নেমে মাশরাফির চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, মার্চ ২৭, ২০১৮
ওপেনিংয়ে নেমে মাশরাফির চমক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওপেনার মাশরাফি! হ্যাঁ, ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করার অভিজ্ঞতা নেন আবাহনী আইকন।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২৫৬ রানের জবাবে সবাইকে অবাক করে দিয়ে ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে নেমে পড়েন মাশরাফি। অতীতে তিন-চার-পাঁচে ব্যাটিং করতে দেখা গেছে তাকে।

কিন্তু প্রথমবার ওপেনিং অভিজ্ঞতা ভালো হয়নি ‘নড়াইল এক্সপ্রেস’র। ৭ রান করে আবু জায়েদ রাহির বলে ব্যাট-প্যাড হয়ে বোল্ড হয়েছেন। যেখানে ছিল একটি দর্শনীয় চারের মার।

নিজের কাজটা কিন্তু ঠিকই করেছেন ৩৪ বছর বয়সী মাশরাফি। বল হাতে ১০ ওভারে এক মেডেনে ৪৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন এই অভিজ্ঞ পেসার। দু’টি করে নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

ব্যাটসম্যান হিসেবে মাশাফির ‘লাকি ভেন্যু’ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। পঞ্চাশ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে তার প্রথম ও একমাত্র সেঞ্চুরিটি এসেছে এই মাঠ থেকেই। ২০১৫-১৬ মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫২ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন শেখ জামালের বিপক্ষেই।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।