ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৭৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, জুলাই ২৪, ২০২৫
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৭৯ ছবি: সংগৃহীত

আগের দুই ম্যাচে একাদশে না থাকা সাহিবজাদা ফারহান তৃতীয় ম্যাচে নেমে করলেন বাজিমাত। সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে উড়ন্ত ফিফটিতে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন তিনি।

সঙ্গে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজের দারুণ ইনিংসে বড় সংগ্রহ পায় সফরকারীরা।  

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৭৮ রান।  

আগে ব্যাট করতে নেমে ফারহান ও আইয়ুবের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ৪৭ বলে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৭ রান। অষ্টম ওভারে আইয়ুবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসুম আহমেদ। ১৫ বলে ২১ রান করে ফেরেন পাক ওপেনার। তবে ব্যাট চালাতে থাকেন ফারহান। ২৯ বলে পঞ্চাশ পূর্ণ করে ৬৩ রানে গিয়ে নাসুমের শিকার হন তিনি। তার ৪১ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়।  

তিনে নামা হারিস অবশ্য ব্যর্থ হন। ১৪ বলে ৫ রান আসে তার ব্যাট থেকে। চারে নেমে হাসান নওয়াজ দ্রুত ব্যাট চালান। ১৭ বলে ৩৩ রান করে তিনি শিকার হন শরিফুলের। এরপর হুসাইন তালাত দ্রুত ফিরলেও জুটি গড়েন সালমান আলি আগা ও মোহাম্মদন নওয়াজ। ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৪১ রান যোগ করেন তারা। শেষ ওভারে নওয়াজকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন। ১৬ বলে ২৭ রান করে পাকিস্তানি ব্যাটার।  

এই ওভারে ফাহিম আশরাফকেও ফেরান তাসকিন। শেষ পর্যন্ত টিকে থাকা সালমান আগা অপরাজিত থাকেন ৯ বলে ১২ রান করে।  

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।