ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

১৬৭ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, নভেম্বর ৮, ২০১৭
১৬৭ রানের টার্গেটে ব্যাট করছে রংপুর ছবি:আবু বকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬৬ করে চিটাগং। জবাবে ব্যাট করছে রংপুর।

এর আগে চিটাগংয়ের হয়ে উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন লুক রঞ্চি ও সৌম্য সরকার। যদিও মাত্র ৪.৪ ওভারে ৫৯ রানের এ জুটির পুরো কৃতিত্বই সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান রঞ্চির।

কেননা ৭ বলে সমান ৭ রান করে মাশরাফির বলে বিদায় নেন সৌম্য।

তবে ঝড় তোলেন রঞ্চি। মাত্র ১৯ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। যা আবার বিপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুত। শেষ পর্যন্ত তিনি ৩৫ বলে ৭টি চার ও ৭ ছক্কায় ৭৮ করে রবি বোপারার বলে আউট হন।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ বলে ৩১ করে অপরাজিত থাকেন চিটাগং অধিনায়ক মিসবাহ। এছাড়া ১৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন এনামুল হক। রংপুর বোলারদের মধ্যে তিন ওভারে ১৪ রানের বিনিময়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন বোপারা। একটি করে উইকেট পান মাশরাফি ও থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।