ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

১৫ ম্যাচ পর টস জিতে ফিল্ডিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, সেপ্টেম্বর ১০, ২০২৫
১৫ ম্যাচ পর টস জিতে ফিল্ডিংয়ে ভারত সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে অবশেষে টস ভাগ্য খুলল ভারতের। টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারার পর এবার টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ভারতের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তাদের গ্রুপ ‘এ’-তে আরও আছে পাকিস্তান ও ওমান।

এটি সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতের প্রথম বহুপাক্ষিক টি–টোয়েন্টি টুর্নামেন্ট। বিশ্ব র‍্যাংকিংয়ে এক নম্বর দল হিসেবে ভারত আসরে স্পষ্ট ফেভারিট।

সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছে, যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি তারা। তবে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েছিল। তাদের সবচেয়ে ভরসার জায়গা ওপেনার ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। গত বছর তারা এসিসি প্রিমিয়ার কাপ জিতে এশিয়া কাপে জায়গা করে নেয়। লালচাঁদ রাজপুতের কোচিংয়ে তারা বড় দলগুলোর বিপক্ষে চমক দেখাতে মুখিয়ে আছে।

দুবাইয়ে টি–টোয়েন্টিতে ভারতের রেকর্ড খুব ভালো নয়। তবে এখানেই তারা জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। এবার উইকেট কিছুটা ভিন্ন—তাজা ঘাসযুক্ত ও তুলনামূলক ব্যাট-বল উপযোগী।  

ভারতীয় দল নামছে একমাত্র পেসার হিসেবে জাসপ্রিত বুমরাহকে নিয়ে। সঙ্গী হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। আর্শদীপ সিং দলে নেই। বদলে দুই স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী খেলছেন। জিতেশ শর্মার জায়গায় খেলছেন সঞ্জু স্যামসন।

একাদশ

ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

সংযুক্ত আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), আসিফ খান, হর্ষিত কৌশিক, হায়দার আলি, ধ্রুব পরাশর, মুহাম্মদ রোহিদ খান, জুনায়েদ সিদ্দিকী, সিমরনজিৎ সিং।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।