ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আদালতের নির্দেশ অমান্য, ১০০ রুপি জরিমানা পৃথ্বী শ’র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, সেপ্টেম্বর ১০, ২০২৫
আদালতের নির্দেশ অমান্য, ১০০ রুপি জরিমানা পৃথ্বী শ’র ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেটার পৃথ্বী শ’ সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের দায়ের করা মামলায় আদালতের নির্দেশ মতো জবাব না দেওয়ায় জরিমানার মুখে পড়েছেন। মঙ্গলবার মুম্বাইয়ের দিন্দোশি সেশন কোর্ট তাকে ১০০ রুপি টোকেন জরিমানা দিয়ে নতুন করে জবাব জমা দেওয়ার আরেকটি সুযোগ দিয়েছে।

স্বপ্না গিল গত এপ্রিল মাসে দিন্দোশি আদালতে একটি ফৌজদারি পুনর্বিবেচনা আবেদন করেন। এর আগে ম্যাজিস্ট্রেট আদালত পৃথ্বীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু পৃথ্বী শ’ আদালতের নোটিশ পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জবাব দেননি।

গিলের আইনজীবী আলি কাশিফ খান অভিযোগ করেন, ‘আদালতের প্রক্রিয়া এড়ানোই পৃথ্বী শ’র অভ্যাসে পরিণত হয়েছে। বহুবার সমন দেওয়া হলেও তিনি হাজির হননি। ’

২০২৩ সালে মুম্বাইয়ে এক প্রকাশ্য স্থানে পৃথ্বী শ’ ও সপনা গিলের মধ্যে ঝগড়া হয়। গিল অভিযোগ করেন, পৃথ্বী তার সঙ্গে সেলফি তুলতে রাজি না হয়ে তার এক বন্ধুর মোবাইল কেড়ে নেন এবং গিল প্রতিবাদ করলে তাকে আঘাত করেন ও শ্লীলতাহানি ঘটান। অভিযোগ দায়ের করলেও শুরুতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে আদালত সান্তাক্রুজ থানাকে তদন্তের নির্দেশ দেয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধেই উচ্চ আদালতে যান সপনা গিল। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫।

পুলিশের তথ্যমতে, পৃথ্বী শ’র বন্ধু আশিষ সুরেন্দ্র যাদবের সঙ্গে শোবিত ঠাকুর নামে এক যুবকের বাগবিতণ্ডা হয়। অভিযোগ আছে, ঠাকুরের ওপর বেসবল ব্যাট দিয়ে হামলার চেষ্টা হয়। যদিও পৃথ্বী শ’ অক্ষত অবস্থায় সরে যান। পরে যাদবের পিছু নেন ঠাকুর ও সপনা গিলসহ আরও কয়েকজন। এ ঘটনায় পুলিশ সপনা গিলকে গ্রেপ্তার করে তিন দিন পর জামিনে মুক্তি দেয়।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।