ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানিস্তানের, আতাল-আজমাতুল্লাহর ব্যাটে ১৮৮ রান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, সেপ্টেম্বর ৯, ২০২৫
এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানিস্তানের, আতাল-আজমাতুল্লাহর ব্যাটে ১৮৮ রান

এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে আফগানিস্তান। আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৮৮ রান।

ইনিংসের নায়ক দুই তরুণ সেদিকুল্লাহ আতাল ও আজমাতুল্লাহ ওমরজাই।

ইনিংসের শুরুটা যদিও খুব একটা ভালো হয়নি আফগানদের। মাত্র ২৫ রানের মাথায় আউট হন ওপেনার রহমতুল্লাহ গুরবাজ (৫ বলে ৮ রান)। কিছুক্ষণ পর ইব্রাহিম জাদরানও (১ রান) ফিরে যান। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে আফগানিস্তান।

এরপরই ব্যাট হাতে দলের হাল ধরেন সেদিকুল্লাহ আতাল। শুরুতে মাত্র ৪ রানেই আউটের হাত থেকে বেঁচে খেলেন দায়িত্বশীল ইনিংস। ৫২ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছয়।

অন্য প্রান্তও আগলে রাখেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। চার নম্বরে নেমে ২৬ বলে ৩৩ রান করেন তিনি। তবে দুর্দান্ত ইনিংস উপহার দেন আজমাতুল্লাহ ওমরজাই। মাত্র ২১ বলে ঝোড়ো ৫৩ রান হাঁকান এই অলরাউন্ডার, যেখানে ছিল ৫টি ছক্কা ও ২টি চার। নবীর সঙ্গে ৫৪ রানের জুটি আফগানদের ইনিংসে গতি এনে দেয়।

শেষ দিকে করিম জানাত (২) দ্রুত আউট হলেও অধিনায়ক রশিদ খান অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। আফগানিস্তান শেষ ৫ ওভারে তুলে নেয় ৭৮ রান যা তাদের বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়।

হংকংয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন কিনচিত শাহ। ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া আয়ুশ শুক্লা ৪ ওভারে ৫৪ রান দিয়ে নেন ২ উইকেট। তবে বাকি বোলাররা আফগান ব্যাটারদের থামাতে পারেননি।

শেষ পর্যন্ত ২০ ওভারে আফগানিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৮৮। ম্যাচে জয় পেতে হলে হংকংয়ের সামনে লক্ষ্য এখন ১৮৯ রান। প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা হংকংয়ের জন্য এই রান উতরানো কঠিন চ্যালেঞ্জই বটে!

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ