ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ভারত–পাকিস্তান অধিনায়কদের বার্তা: আগ্রাসনে কোনো ছাড় নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, সেপ্টেম্বর ১০, ২০২৫
ভারত–পাকিস্তান অধিনায়কদের বার্তা: আগ্রাসনে কোনো ছাড় নয় সংগৃহীত ছবি

এশিয়া কাপ টি২০ ২০২৫-এ ভারত–পাকিস্তান হাইভোল্টেজ লড়াই ঘিরে দুই দলের অধিনায়কই স্পষ্ট জানিয়ে দিলেন—মাঠে আগ্রাসন দেখাতে কোনো বাধা নেই। তবে সেই উত্তাপ মাঠের বাইরে যেন না যায়, সেদিকেও নজর থাকবে তাদের।

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা সংবাদ সম্মেলনে বলেন, ‘খেলোয়াড়দের আলাদা করে কিছু বলতে হয় না। প্রত্যেকের আলাদা স্বভাব আছে। আমাদের ফোকাস নিজের খেলা ও পারফরম্যান্সে। যদি কোনো দল বা খেলোয়াড় আগ্রাসন দেখায়, আমরা প্রস্তুত। বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে এটা খেলারই অংশ। ’

সম্প্রতি ট্রাই-সিরিজ জেতার পর আত্মবিশ্বাসী পাকিস্তান দল শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত বলেও জানান আগা।

অন্যদিকে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব একই সুরে বলেন, ‘মাঠে নামলে সবসময়ই আগ্রাসন থাকে। আগ্রাসন ছাড়া ক্রিকেট খেলা যায় না। আমরা দীর্ঘদিন টি-টোয়েন্টি না খেললেও প্রস্তুতি খুব ভালো, তাই আত্মবিশ্বাসী। এশিয়া কাপ নিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত। ’

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মে মাসে চার দিনের সামরিক সংঘাতের পর এটিই ভারত–পাকিস্তানের প্রথম ক্রিকেট লড়াই হতে যাচ্ছে। দুই দেশের খেলোয়াড়রা মাঠের বাইরের সম্পর্ক নিয়ে ইতিবাচক হলেও, মাঠে যে লড়াই হবে পূর্ণ উদ্দীপনায়—তা স্পষ্ট করলেন দুই অধিনায়কই।

আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।