এশিয়া কাপ মানেই নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা বাংলাদেশের জন্য। লাল-সবুজের জার্সিধারীরা আগেও তিনবার ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি তাদের।
আগামীকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আশাবাদী বার্তা দিয়েছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিসিবির রান স্কোরিং কর্মশালায় তিনি বলেন, ‘এই ফরম্যাটে কিছু বলা কঠিন। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশ অনেক দূর যাবে। দলটাকে নিয়ে আমি সত্যিই আত্মবিশ্বাসী। ’
তিনি আরও ব্যাখ্যা করেন, ছোট ছোট পার্থক্যই আসল সাফল্য এনে দিতে পারে। তার ভাষায়, ‘ব্যাটিং-বোলিং প্রায় সবারই সমান মানের। কিন্তু উইকেটের মাঝে দৌড়ে যদি আমরা বাড়তি ১৫ রান নিতে পারি, কিংবা ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারি— সেই অতিরিক্ত ২৫ রানই ম্যাচের ভাগ্য বদলে দেবে। ’
টানা তিন সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার এশিয়া কাপে নামছে। প্রথম চ্যালেঞ্জ হংকংয়ের বিপক্ষে। তুলনামূলক দুর্বল এই প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ সহজেই পরবর্তী ধাপে পৌঁছে যাবে।
এফবি/এমএইচএম