ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

হেরাথের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৩, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
হেরাথের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা হেরাথের নেতৃত্বেই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে শ্রীলঙ্কান দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। পাশাপাশি ঘরোয়া লিগে খেলা আরেক বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পাকুমারাকে দলে নেওয়া হবে। শ্রীলঙ্কান ক্রিকেটের এক ঘোষণায় এমনটিই জানানো হয়।

লঙ্কানদের মূল স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। মঙ্গলবারই ঘোষণা করা হবে।

ক’দিন আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরে ধারণা করা হয়েছিল দিনেশ চান্দিমাল অথবা উপল থারাঙ্গাকে নেতৃত্ব দেওয়া হতে পারে।

তবে গত বছর জিম্বাবুয়ে সফরে লঙ্কানদের ২-০তে সিরিজ জেতানোর সময় নেতৃ্ত্ব দিয়েছিলেন হেরাথ। সেবার দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। তাই তার ওপরই ভরসা রেখেছে বোর্ড।

লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে। আগামী ৭ মার্চ গলে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে নামবে দু’দল।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।