সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। যেখানে টস জিতে লঙ্কানরা ব্যাটিং বেছে নিয়েছে।
সিরিজে ১-১ সমতা থাকায় পাল্লেকেল্লেতে আজ তৃতীয় ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজ জিতবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হাসান মাহমুদকে বসিয়ে তাসকিন আহমেদকে ফিরিয়েছে বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্তকে নিয়ে যে শঙ্কা ছিল, সেটি কেটে গেছে। চোট পাওয়ায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফিটনেস টেস্টে উতরে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
অন্যদিকে শ্রীলঙ্কার একাদশ অপরিবর্তিত।
এই ম্যাচ জিতলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের কোনো সিরিজ জেতার স্বাদ পাবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
১. তানজিদ হাসান
২. পারভেজ হোসেন
৩. নাজমুল হোসেন শান্ত
৪. শামীম হোসেন
৫. তৌহিদ হৃদয়
৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক)
৭. জাকের আলি
৮. তানজিম হাসান
৯. তাসকিন আহমেদ
১০. তানভীর ইসলাম
১১. মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কা একাদশ:
১. নিশান মাদুশ্কা
২. পাথুম নিসাঙ্কা
৩. কুশল মেন্ডিস
৪. কামিন্দু মেন্ডিস
৫. চারিথ আসালাঙ্কা (অধিনায়ক)
৬. জেনিথ লিয়ানাগে
৭. দুনিথ ভেল্লালাগে
৮. ওয়ানিন্দু হাসারাঙ্গা
৯. মাহিশ থিকশানা
১০. দুশমন্থ চামিরা
১১. আসিথা ফার্নান্ডো
এমএইচএম