ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হরভজনের অভ্যর্থনায় নরেন্দ্র মোদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, নভেম্বর ২, ২০১৫
হরভজনের অভ্যর্থনায় নরেন্দ্র মোদি ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লির হোটেল পোশে হয়ে গেল ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের বিয়ের জমকালো অভ্যর্থনা অনুষ্ঠান। সেখানে যেন ক্রিকেটার, বলিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তিদের মিলন মেলা বসেছিল।

তবে পুরো অনুষ্ঠানটি আলোকিত হয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণে।

রোববার (০২ নভেম্বর) মোদির অভ্যর্থনায় আসার পর অবশ্য পুরো হোটেলটি বাড়তি নিরাপত্তার চাদরে ঢেকে যায়। ভারতীয় প্রধানমন্ত্রী এ সময় অনুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে গল্প করেন। এছাড়া হরভজন ও তার স্ত্রী ভারতীয় মডেল গীতা বসরার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন মোদি।

অনুষ্ঠানে তারকা ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি, আজিঙ্কে রাহানে, যুবরাজ সিং, মুরালি বিজয় ও চেতশ্বর পুজারা উপস্থিত ছিলেন। ছিলেন ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা।

অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে ২৯ অক্টোবর দীর্ঘ সময়ের বান্ধবী গীতা বসরাকে বিয়ে করেন হরভজন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।