ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

খেলা

ওমানকে হারিয়ে বাংলাদেশের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, মে ২৪, ২০২২
ওমানকে হারিয়ে বাংলাদেশের প্রতিশোধ

এশিয়া কাপ হকিতে ওমানকে হারিয়ে প্রতিশোধ নিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে মঙ্গলবার (২৪ মে) পুল ‘বি’-এর ম্যাচে ২-১ গোলে জিতেছে গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা।

ম্যাচে একটি করে গোল পান আশরাফুল ইসলাম ও রকিবুল হাসান।

ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে সমতায় ফেরে ওমান। ৪০তম মিনিটে রকিবুল পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের এগিয়ে নেন বাংলাদেশকে। এরপর আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ দল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ারও। তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে গোবিনাথনের দল।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মে ২৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।