জজ ভূঁঞা গ্রুপ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রত্যাশিত ফলাফলই দেখা গেছে। দেশের শীর্ষ তারকা বক্সাররা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।
পুরুষ বিভাগে সেনাবাহিনীর বক্সাররা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ৫১ কেজি ওজন শ্রেণির ফাইনালে সেনাবাহিনীর তরিকুল ইসলাম রাজশাহী সিটি বক্সিং ক্লাবের রাসেল কবির শুভকে হারিয়ে স্বর্ণ জেতেন। ৬০ কেজি শ্রেণিতে সেনাবাহিনীর বেলাল হোসেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সুদীপ্ত তালুকদারকে পরাজিত করেন।
৬৩.৫ কেজিতে সেনাবাহিনীর হোসেন আলী আনসারের আল সানিকে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। এরপর ৬৭ কেজিতে সেনাবাহিনীর সেলিম হোসেন খুলনার ইমন মেহেদী হাসানকে পরাজিত করেন। ৭১ কেজিতে সেনাবাহিনীর সৌরভ নাজাতুল ইসলাম দিনাজপুর পোলস্টার ক্লাবের তামিম ভূঁইয়াকে হারান।
৮০ কেজি শ্রেণিতে একমাত্র ব্যতিক্রম দেখা যায়। এখানে আনসারের জুয়েল আহমেদ বরগুনা গৌরিচন্না বক্সিং ক্লাবের তাহেদুল ইসলামকে হারিয়ে স্বর্ণ জয় করেন। তবে পরবর্তী দুটি ওজন শ্রেণি ৮৬ কেজি ও ৯২ কেজির ওপরে সেনাবাহিনীর শুভ কুমার ভাদুড়ী ও মেহেদী হাসান যথাক্রমে রাজশাহীর মেহেদী রানা কমল ও কাইয়ুম আলীকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।
নারী বিভাগেও সেনাবাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় থাকে। ৫০ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর কায়মা খাতুন আনসারের রহিমাকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। তবে ৭০ কেজি ও ৮০ কেজির ওপরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেনাবাহিনীর আনীতা ইসলাম ও আসমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বর্ণপদক পান। উভয় শ্রেণিতে প্রতিপক্ষরা সেমিফাইনালেই বিদায় নেওয়ায় শুধু স্বর্ণ ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রবাসী দুই বক্সার জিনাত ফেরদৌস ও আফরা খন্দকারের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বক্সিং ফেডারেশন সূত্রে জানা গেছে, তাদের লড়াই বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে অনুষ্ঠিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাকি ১৩টি ইভেন্টের ফাইনাল। এসব ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়ামোদীরা।
এআর/আরইউ