ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

নারী রোকবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পরাণ মকদুম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৩, নভেম্বর ১০, ২০২০
নারী রোকবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পরাণ মকদুম

‘ওয়ালটন কাপ প্রথম নারী রোকবল প্রতিযোগিতা-২০২০’ এর ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব। সোমবার (০৯ নভেম্বর) সেমিফাইনালে বাংলাদেশ আনসার হারিয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে।

আরেক সেমিফাইনালে পরান মকদুম স্পোর্টিং ক্লাবের কাছে হেরে গেছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।

পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩-০ সেটে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। আর দ্বিতীয় সেমিফাইনালে পরান মকদুম স্পোর্টিং ক্লাব ৩-২ ব্যবধানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএআর/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।