ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

চার দল নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ হ্যান্ডবল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, অক্টোবর ২৯, ২০২০
চার দল নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ হ্যান্ডবল ছবি: সংগৃহীত

চার দল নিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা।  

আগামী শনিবার (৩১ অক্টোবর) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।

 

ছেলেদের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও টিম হ্যান্ডবল ঢাকা। তবে অংশ নিচ্ছে না জাতীয় হ্যান্ডবলের চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

করোনা ভাইরাস মহামারির কারণে ছোট পরিসরে ও যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।