ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

ফের ব্রোঞ্জ জিতলেন আবদুল্লাহ হেল বাকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, অক্টোবর ১৯, ২০২০
ফের ব্রোঞ্জ জিতলেন আবদুল্লাহ হেল বাকি

ইন্দোনেশিয়া শুটিং স্পোর্ট ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে সোমবার (১৯ অক্টোবর) দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতলেন আবদুল্লাহ হেল বাকি।

আসরে অংশ নিয়ে ১০ মিটার এয়ার রাইফেলে বাকি স্কোর করেছেন ৫৯৫ ।

তবে ইন্দোনেশিয়ার দুই শুটার যাথাক্রমে রুপা ও সোনা পদক জিতেছেন। সোনাজয়ী বোলো প্রিয়ান্তো করেছেন ৬০০ স্কোর। আর রুপাজয়ী ইউসুফ এসেমার স্কোর ৫৯৮।

এই প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়ার ২১ শুটার অংশ নেন।

এর আগে রোববার শেখ রাসেল আন্তর্জাতিক এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাকি ৬১৭.৩ স্কোর করে প্রথম ব্রোঞ্জ জেতেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।