ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

খেলা

বাংলাদেশ ফুটসালের কোচ হচ্ছেন ইরানের সাঈদ খোদারাহমি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জুলাই ২৩, ২০২৫
বাংলাদেশ ফুটসালের কোচ হচ্ছেন ইরানের সাঈদ খোদারাহমি ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ফুটসাল দলে প্রধান কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন একজন বিদেশি প্রশিক্ষক। দায়িত্ব দেওয়া হয়েছে ইরানের অভিজ্ঞ কোচ সাঈদ খোদারাহমিকে।

 

এশিয়ান ফুটসালের অন্যতম শক্তিধর দেশ ইরান থেকেই আনা হচ্ছে তাকে। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

৫৯ বছর বয়সী খোদারাহমি দীর্ঘদিন ধরে এশিয়ান ফুটসালের সঙ্গে যুক্ত। ২০১০ সাল থেকে তিনি এএফসি’র ফুটসাল ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত মিয়ানমারের পুরুষ ও নারী জাতীয় ফুটসাল দলের কোচ ছিলেন তিনি। কোচিংয়ের পাশাপাশি ফুটসালবিষয়ক লেখালেখিতেও সক্রিয় খোদারাহমি। এশিয়ার বিভিন্ন দেশে ফুটসাল উন্নয়ন প্রকল্পেও তার অংশগ্রহণ ছিল সরাসরি।

বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানিয়েছেন, ‘সাঈদ আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় এসে দায়িত্ব নেবেন। সেপ্টেম্বর পর্যন্ত তিনি দলের সঙ্গে কাজ করবেন। ’

বাংলাদেশ এর আগে কখনো পুরুষদের ফুটসাল প্রতিযোগিতায় অংশ নেয়নি। এএফসি বাছাইপর্ব সামনে রেখে দেশের প্রথম জাতীয় ফুটসাল দল গঠনের জন্য উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করে ফেডারেশন। সেখান থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে ৫৩ জন খেলোয়াড়। ঢাকায় এসে খোদারাহমি চূড়ান্ত ট্রায়ালের মাধ্যমে বেছে নেবেন ১৪ সদস্যের দল, যাদের নিয়ে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন।

ফুটসালে জাতীয় দলের কোচ হতে হলে এএফসি লেভেল-৩ সনদ থাকা বাধ্যতামূলক। বাংলাদেশের কোনো কোচের কাছে এই সনদ না থাকায় বিদেশি কোচ নিয়োগই ছিল একমাত্র পথ। তবে ভবিষ্যতের জন্য দেশীয় কোচ তৈরির পরিকল্পনাও রয়েছে বাফুফের। এ লক্ষ্যে ফুটসাল কোচিংয়ের জন্য আলাদা কোর্স চালুর প্রস্তুতি চলছে। ফেডারেশনের টেকনিক্যাল বিভাগ নিয়মিত কোচিং কোর্স পরিচালনা করে, যেখানে ফুটসাল কোর্সও যোগ করা হবে।

বাংলাদেশের ফুটবলে ইরানের নাম আসলেই মনে পড়ে নাসির হেজাজীর কথা। বিশ্বকাপ খেলা এই কিংবদন্তি গোলরক্ষক এক সময় ঢাকা মোহামেডানে কোচিং করিয়েছেন, পরবর্তীতে জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আবাহনীতেও ইরানি ফুটবলার ও কোচদের উপস্থিতি ছিল এক সময়। এবার সেই ধারাবাহিকতায়, দেশের ফুটসাল ইতিহাসে প্রথম জাতীয় দলের কোচ হিসেবে জায়গা করে নিচ্ছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি।

বাংলাদেশ এবারই প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে। কঠিন গ্রুপে পড়েছে তারা, প্রতিপক্ষ হিসেবে থাকছে এশিয়ায় সবচেয়ে সফল দল ইরান, যারা সর্বাধিকবার এই টুর্নামেন্ট জিতেছে। কঠিন পথচলা হলেও, জাতীয় ফুটসাল দল গঠনের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।