ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, মার্চ ৫, ২০১৯
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

ইবি: আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রে (জিমনেশিয়াম) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৫৫-৯০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় ইবি।

খেলা শেষ হওয়ার পর বিজয়ী এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বিজয়ী দল, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর- রশিদ আসকারী।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘বিজয়কে ছিনিয়ে আনার জন্য সব ধরণের খেলায় যেমন লক্ষ্যকে স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ঠিক তেমনি লেখা-পড়ার ক্ষেত্রেও যদি তোমরা তোমাদের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যাও, তাহলে সাফল্য তোমাদের কাছে ধরা দিবেই। ’

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।  

শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ সোহেল প্রমুখ।

গত ১ মার্চ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ঢাবি, ইবি, রাবিসহ মোট ৭টি বিশ্ববিদ্যালয়ের অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।