ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

খেলা

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, অক্টোবর ৩০, ২০১৮
কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী লাঠিখেলা  গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই স্লোগানে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা কাঁঠাল বাগানে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।

 

খেলায় দর্শক হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএস জামাল আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, সমবায় কর্মকর্তা বেনজীর আহম্মেদ প্রমুখ।  

উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী লাঠিয়াল দলের লাঠিখেলা দেখে মুগ্ধ হন দর্শকরা। পরিবার-পরিজন নিয়ে ঐতিহ্যবাহী খেলা দেখতে শতাধিক মানুষ ভিড় করে উপজেলা চত্বরে।  
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।  ছবি: বাংলানিউজ
লাঠিয়াল দলের ওস্তাদ সিরাজ আহম্মেদ বলেন, লাঠিয়ালদের এবং এ খেলাকে আরও বিস্তার ও ধরে রাখতে প্রয়োজন সরকারিভাবে উদ্যোগ। তা না হলে আগামীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ লাঠিখেলা বিলুপ্ত হয়ে যাবে।  

ইউএনও এসএম জামাল আহম্মেদ বাংলানিউজকে বলেন, বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে লাঠিখেলা। সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছে এ খেলা। বর্তমান যুব সমাজকে অপরাধের হাত থেকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন আরও প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।