ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

খেলা

দ্রুততম মানব হাসান, মানবী শিরিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, জুলাই ২৭, ২০১৮
দ্রুততম মানব হাসান, মানবী শিরিন শিরিন আক্তার। ছবি: বাংলানিউজ

শুক্রবার (২৭ জুলাই) বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় সামার অ্যাথলেটিকস। ১৪তম এ আসরের প্রথম দিনেই দ্রুততম মানব হয়েছেন বিকেএসপির হাসান মিয়া এবং দ্রুততম মানবী হয়েছেন শিরিন আক্তার।

১০০ মিটার স্প্রিন্টে শেষ সীমানায় পৌঁছাতে হাসান মিয়া সময় নিয়েছেন ১০.০৮ সেকেন্ড। নারী ইভেন্টে শিরিন আখতার সময় নিয়েছেন ১২.২০ সেকেন্ড।



অ্যাথলেটিকস ফেডারেশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো বৃষ্টি হলেও অ্যাথলেটিকসের এ আসর চলবে। শুক্রবার ভারী বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে এই আসর। দুই দিনের খেলায় ২২ ইভেন্ট হবে পুরুষদের আর মেয়েদের হবে ১৪টি ইভেন্ট।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।