ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

ছেলেদের ভারোত্তোলনে আপনের স্বর্ণ জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, মার্চ ১৫, ২০১৮
ছেলেদের ভারোত্তোলনে আপনের স্বর্ণ জয় ছেলেদের ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন আপন রায় / ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ যুব গেমসে ছেলেদের ৭৭ কেজি ভারেত্তোলনে স্বর্ণ জিতেছেন আপন রায়। একই ইভেন্টে শরিফুল ইসলাম রৌপ্য এবং ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছেন সজিব শেখ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) ভারেত্তোলন ফেরডারেশনে স্বর্ণ জয়ের মিশনে নেমে স্ন্যাচে ৯৫ ও ক্লিন অ্যান্ড জার্কে ১২০ কেজিসহ মোট ২১৫ কেজি উঁচিয়ে সোনার ছেলের খেতাব জেতেন আপন।

ছেলেদের ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন আপন রায় / ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে রূপা জিততে শরিফুল ইসলামকে স্ন্যাচে ৭৫ ও ক্লিন অ্যান্ড জার্কে ৯০ কেজিসহ মোট ১৬৫ কেজি তুলতে হয়েছে।

ছেলেদের ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন শরিফুল ইসলাম / ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর ব্রোঞ্জজয়ী সজিব ক্লিনে ৬০ ও ক্লিন জার্কে ৭৫ কেজিসহ মোট তুলেছেন ১৩৫ কেজি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।