ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

খেলা

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ সদর চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, ফেব্রুয়ারি ৭, ২০১৮
জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ সদর চ্যাম্পিয়ন জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে হবিগঞ্জ সদর চ্যাম্পিয়ন

হবিগঞ্জ: হবিগঞ্জে জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চুনারুঘাটকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ সদর।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান।

হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনীষ চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক বদরুল আলম প্রমুখ।

এ টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার আটটি উপজেলা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।