ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

খেলা

প্রথম এশিয়ান ট্যুর শিরোপার অপেক্ষায় জ্যাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, ফেব্রুয়ারি ৩, ২০১৭
প্রথম এশিয়ান ট্যুর শিরোপার অপেক্ষায় জ্যাজ জ্যাজ জেন ওয়াটানান্দ / ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফে দাপট দেখানো জ্যাজ জেন ওয়াটানান্দ ক্যারিয়ারে একটিও এশিয়ান ট্যুর শিরোপা জিততে পারেননি। তাই ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’র এশিয়ান ট্যুর দিয়ে তিনি তার শিরোপা খরা কাটাতে চান।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তৃতীয় রাউন্ডের খেলা শেষে গণমাধ্যমকে তিনি জানান, ‘আমি এই পর্যন্ত একটিও এশিয়ান ট্যুর শিরোপা জিততে পারিনি। জিততে পারলে এটাই হবে আমার প্রথম শিরোপা।

বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন জ্যাজ জেন ওয়াটানান্দ। প্রথম রাউন্ডের খেলায় পারের চেয়ে ৭ শট কম খেলে লিডার বোর্ডের শীর্ষে থাকা এই ২১ বছর বয়সী গলফার দ্বিতীয় রাউন্ডেও ছিলেন শীর্ষে। তৃতীয় রাউন্ডের খেলা শেষেও আছেন শীর্ষে।

আপনার এমন দাপুটে খেলার রহস্যটা কি? গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমি প্রথম দুই রাউন্ড ভালো খেললেও তৃতীয় রাউন্ডটি ভালো খেলতে পারিনি। তারপরেও আমি শীর্ষে। এর পেছনে কারণ হিসেবে আছে; আমি কম ভুল করেছি, পার্টিংটা ঠিক ছিল এবং গ্রিন ও ফেয়ারওয়েতে আমি ভালো করেছি। ’

এদিকে চূড়ান্ত রাউন্ডে জ্যাজকে খেলতে হবে দ্বিতীয় স্থানধারী শুভংকর শর্মা ও সিদ্দিকুর রহমানের বিপক্ষে। খোলা চোখে বিষয়টিকে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হলেও জ্যাজ সেভাবে ভাবছেন না। কারণ প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি তিনি মাথায় নিতেই নারাজ, ‘আমি জানি ওদের দুইজনের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমি বিষয়টি মাথায় নিতে চাইছি না। ’

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।