ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

ফিফার কভারে থাকছেন না মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জানুয়ারি ৬, ২০১৬
ফিফার কভারে থাকছেন না মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ভিডিওগেম ফিফা-১৭ এর কভারে কী থাকবেন লিওনেল মেসি? বার্সেলোনার আর্জেন্টাইন তারকার সঙ্গে যে চলতি বছরই ইএ স্পোর্টস’র চার বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জানা যায়, নতুন করে আর চুক্তি নবায়ন করবেন না মেসি।



তবে মেসির পরিবর্তে তারই ক্লাব সতীর্থ নেইমারকে দেখা যেতে পারে ফিফা-১৭ ভার্সনের কভার পেজে। এ তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোও কম্পিউটার গেম জায়ান্টদের প্রথম পছন্দ। এদিকে, সকার ভিডিও গেমস তৈরিকারক প্রো ইভো ও কনামি’র সঙ্গেও নাকি যোগাযোগ করছেন নেইমার-রোনালদো।

গত ২০১৩ সাল থেকেই ফিফা ভিডিও গেমসের প্রতিটি এডিশনের কভারেই থাকেন মেসি। তবে ফিফা-১৬ এডিশনেই চারবারের ব্যালন ডি’অর জয়ীকে শেষবারের মতো দেখতে যাচ্ছেন ভক্ত-সমর্থকরা! ফিফা-১৭ ভার্সনের কভারে আসতে পারেন ২০১৫ ব্যালন ডি’অরে মেসির দুই প্রতিদ্বন্দ্বী নেইমার বা রোনালদো।

আরেকটি সূত্রমতে, নেইমার-রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় আসতে পারেন জেমস রদ্রিগেজও। পরবর্তী ভার্সনের (ফিফা-১৭) ফিফা গেমসের কভারে তারকা খেলোয়াড়ের দৌড়ে রিয়ালের কলম্বিয়ান মিডফিল্ডারকে বিবেচনায় রাখছে ইএ স্পোর্টস।

শেষ পর্যন্ত মেসির উত্তরসূরি কে হচ্ছেন সেটিই এখন দেখার বিষয়। নেইমার, রোনালদো না রদ্রিগেজ? নাকি অন্য কেউ!

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।